ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বাংলাদেশি ক্ষুদে হাফেজের সাফল্য

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বাংলাদেশি ক্ষুদে হাফেজের সাফল্য সংগৃহীত

আবারও দুই বাংলাদেশি ক্ষুদে হাফেজ বিশ্ব দরবারে দেশের পতাকা তুলে ধরল। উজ্জ্বল করল দেশের নাম।

সৌদি সরকার অনুমোদিত দাতব্য সংস্থা হায়্যাতুল আলামিয়াহ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের সঙ্গে প্রতিযোগীতা করে ২য় ও ৩য় স্হান অর্জন করেছে বিশ্বয়কর প্রতিভার দুই বাংলাদেশি ক্ষুদে হাফেজ।

গতকাল (২৯ জুন) এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহে প্রতিযোগীতার পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগীতায় প্রথম স্থান করেছে সোমালিয়া প্রতিযোগী। বিশ্বজয়ী এই হাফেজদের ২৩ রমজান বাংলাদেশে আসার কথা রয়েছে।

১০ বছর বয়সী হাফেজদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী ক্ষুদে হাফেজের নাম আবদুল্লাহ আল মাহফুজ। আর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তানজিমুল উম্মাহ মাদ্রাসার এক শিক্ষার্থী।

৩য় স্থান অধিকারী হাফেজ আবদুল্লাহ আল মাহফুজ তাহফিজুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদরাসা সিলেট শাখার ছাত্র।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘন্টা, জুন ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।