ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাহরাইনের হিজাবী নারী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাহরাইনের হিজাবী নারী

কলম্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নিলো বাহরাইনের মুসলিম হিজাবী নারী সালভা ঈদ নাসের। প্রতিযোগিতায় বাহরাইনের হয়ে একমাত্র স্বর্ণপদকটি তিনি অর্জন করেছেন।



কলম্বিয়ার কালি শহরে IAAF World Youth Championships, Cali 2015 এর আসরে ১৮ জুলাই নতুন রেকর্ড করেছে মুসলিম এই প্রতিযোগী।

বাহরাইনের সালভা ঈদ নাসের অনূর্ধ্ব সতেরোর ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় পুরাতন রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ডও গড়েছে। ৪০০ মিটার অ্যাথলেটিক্সে ৫১ মিনিট ৫০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সালভা ঈদ নাসেরের মা নাইজেরিয়ান এবং পিতা বাহরাইনের। তার জন্ম হয় নাইজেরিয়ায়। জন্মের পর পারস্য উপসাগরে বাহরাইনের একটি ছোট দ্বীপে পাড়ি জমায় নাসেরের পরিবার এবং সালমা সেখানেই বড় হন।

নাসেরের মা ছোট বেলায় স্প্রিন্ট দৌড়ে পারদর্শী ছিল। আর সেই ধারাবাহিকতায় এ প্রতিভা নাসেরের মধ্যে আসে। স্প্রিন্ট দৌড়ের মাধ্যমে নাসেরের কাজ শুরু হয়। পরবর্তীতে ৪০০ মিটার দৌড়ে আসে।

এ মুসলিম হিজাবী রানার বলেন, এ পর্যন্ত আমি দুটি স্বর্ণপদক অর্জন করেছি। তবে এ ধারাবাহিকতা ধরে রাখতে আমাকে আরও চেষ্টা করতে হবে।

৪০০ মিটার অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী নাসের বলেন, পদক জয়ে আমি ভীষণ খুশি ও আনন্দিত। ভবিষ্যতে আমি আরও বড় পরিসরের আসরগুলোতে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, জুলাই ২৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।