ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ

পবিত্র কাবাঘরের গিলাফ তিন মিটার উঁচু করা হলো। প্রতি বছর হজ মৌসুমে পবিত্র কাবার গিলাফকে এভাবে নীচ থেকে উপরের দিকে ভাঁজ করে রাখা হয়।

এটা গিলাফের মূল অবয়ব রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য করা হয়।

কাবার গিলাফটি মাটির দিক অর্থাৎ নীচের দিক থেকে তিন মিটার উঁচু পর্যন্ত ভাঁজ করে রাখা হয়েছে। ভাঁজ করা অংশটুকু সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অবশ্য ৯ জিলহজ তারিখে আরাফার দিন (হজের দিন) পুরনো এই গিলাফটি পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হবে। খবর সৌদি গেজেটের।

পবিত্র কাবাঘরের গিলাফকে কিসওয়া বলা হয়। কিসওয়া তৈরির কারখানা মক্কা শরিফের উম্মুল জুদ এলাকায় অবস্থিত। কারখানার পরিচালক মোহাম্মদ বিন আবদুল্লাহ বাজাউদ জানিয়েছেন, পবিত্র কাবার গিলাফকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে প্রতিবছরই এভাবে গিলাফকে ভাঁজ করে উপরে তুলে রাখা হয়। কারণ অনেক হজযাত্রী কল্যাণ ও বরকত লাভের আশায় কাবার গিলাফ স্পর্শ করতে চায়। এমনকি অনেকে গিলাফের কিছু অংশ কেটেও নেয় সঙ্গে রাখার জন্য বা মৃত্যুর পর কাফনের সঙ্গে দিয়ে দেওয়ার জন্য।

অাবার অনেক হজযাত্রী কষ্ট করে হলেও ভীড় ঠেলে জীবন বিপন্ন করে গিলাফ স্পর্শ করে দোয়া-দরুদ পাঠ করার চেষ্টা করে থাকেন। ফলে অনেকের জন্য তাওয়াফ করা কষ্টসাধ্য হয়ে উঠে। তাই হজ মৌসুমে গিলাফটি তিন মিটার পর্যন্ত উপরে তুলে দেওয়া হয়, যেন কেউ তা ষ্পর্শ করার চেষ্টা না করে।

মূলতঃ তাওয়াফের সময় অনেক হজযাত্রী কাবার গিলাফ স্পর্শ করাকে কল্যাণকর মনে করে থাকেন। যদিও আসলে কাবার গিলাফ স্পর্শ করা বা এটা ধরে দোয়া-মোনাজাত করার আলাদা কোনো ফজিলত নেই। তার পরও দেখা যায়, অনেক হজযাত্রী কাবাঘরের দেয়াল স্পর্শ করতে এমনকি তাতে নিজের রুমাল, জামা কাপড় স্পর্শ করাতে। যদিও ধর্মীয় চিন্তাবিদরা এমন কাজ করা থেকে মানুষকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৫
এমএ/

** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।