ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান সালমান বিন আবদুল আজিজ

আসন্ন হজ মৌসুমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক হাজার ফিলিস্তিনি মুসলমানকে হজ করানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সৌদি সরকারের পক্ষ থেকে ওই ফিলিস্তিনিদের হজের যাবতীয় খরচ বহন করা হবে।

খবর আরব নিউজের।

সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ আল শেখ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বাদশা সালমান বিন আবুদল আজিজের বিশেষ নির্দেশনায় সরকারি খরচে এক হাজার ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি বলেন; নির্যাতিত ফিলিস্তিনবাসীদের প্রতি অতীতের মতো সৌদি সরকার ও সৌদি জনগণের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সহযোগিতা তারা প্রাপ্য।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী বিভিন্ন দেশের কিছু নাগরিককে প্রতি বছরই সৌদি সরকারের আমন্ত্রণে হজ পালনের ব্যবস্থা করা হয়। তবে একসঙ্গে ১ হাজার জনের হজের ব্যবস্থা করা এবারই প্রথম।

সালমান বিন আবদুল আজিজ আল সৌদ চলতি বছরের ২৩ জানুয়ারি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হিসেবে ক্ষমতা লাভ করেন। প্রগতিশীল ও বাস্তব জ্ঞানসম্পন্ন বলে বেশ সুনাম রয়েছে বাদশাহ সালমানের।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএ/

** হজ : তাওহিদবাদী বিশ্বমানবের ঐক্য
** পবিত্র কাবা শরিফের ক্যালিগ্রাফি
** পবিত্র কাবা নির্মাণের সময় যেসব দোয়া কবুল হয়েছিল
** ঋণগ্রস্ত ব্যক্তি কী হজপালন করতে পারবেন?
** প্রিয়নবীর হাতেগড়া যে মসজিদ
** হজ পালনের সময় সেলফি তোলা হারাম
** এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন
** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
 
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।