ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে হজ অ্যাপ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে হজ অ্যাপ

পবিত্র হজে পালনীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বেড়ে গেছে। এবারের হজ অনুষ্ঠানে প্রথমবারের মতো বহু-ভাষী অ্যাপ ব্যবহৃত হচ্ছে।

হজ ও ওমরা সংক্রান্ত সব প্রশ্ন ও জবাব রয়েছে এতে। মজার বিষয় হলো- অ্যাপটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে।

সৌদি গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, হজ অ্যাপটি তৈরি করেছেন ড. নাজিব কাসমি। আর তা উদ্বোধন করেছেন প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মোস্তাফা আজমি।

নতুন অ্যাপটি তিনটি ভাষায় হজ সংক্রান্ত তথ্য প্রদান করবে। ভাষাগুলো হচ্ছে- উর্দু, ইংরেজি ও হিন্দি। এই তিন ভাষায় হজ ও ওমরা সম্পর্কে তথ্যসমৃদ্ধ বিশ্বের প্রথম অ্যাপ।

‘হজ-ই-মাবরুর’ (Haj e Mabroor) নামে বানানো এই অ্যাপে হজ ও ওমরা নিয়ে তিনটি গ্রন্থ, ৯টি বক্তৃতা ও ২১টি প্রবন্ধ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বিষয় হলো- ইন্টারনেট সংযোগ না থাকলেও এর সাহায্যে হাজিরা কখন কী করতে হবে তা শিখতে পারবেন। জানতে পারবেন হজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর।

আর ‘দ্বীনে ইসলাম’ নামের অ্যাপে জীবনযাপন বিষয়ে ৭৫টি বক্তৃতা, সাতটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও ১৭৫টি তথ্যবহুল বিভিন্ন প্রবন্ধ রয়েছে।

এই দু’টি অ্যাপস এর বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারীরা কেবল ‘নাজিব কাসেমি’ (Najeeb Qasmi) ও ‘হজ-ই-মাবরুর (Hajj e Mabroor) টাইপ করে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে খুঁজে নিয়ে মাত্র দুই মিনিটে তা ইনস্টল করতে পারবেন।



বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএ/

** হজ পালনের সময় রাজনীতি পরিহার করুন
** সৌদি আরব পৌঁছেছেন আট লাখ হজযাত্রী
** হজ কবুলের জন্য পালনীয় বিষয়সমূহ
** ১২০ কেজি স্বর্ণ দিয়ে কাবার নতুন গিলাফ
** এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান
** হজ : তাওহিদবাদী বিশ্বমানবের ঐক্য
** পবিত্র কাবা শরিফের ক্যালিগ্রাফি
** পবিত্র কাবা নির্মাণের সময় যেসব দোয়া কবুল হয়েছিল
** ঋণগ্রস্ত ব্যক্তি কী হজপালন করতে পারবেন?
** প্রিয়নবীর হাতেগড়া যে মসজিদ
** হজ পালনের সময় সেলফি তোলা হারাম
** এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন
** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
 
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।