ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

এবার হাজির সংখ্যা ২০ লাখ

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এবার হাজির সংখ্যা ২০ লাখ

হজ শেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজি সাহেবরা। প্রথমে মসজিদুল হারামের ক্রেন দুর্ঘটনা ও পরে মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনার প্রেক্ষিতে শোকাবহ পরিবেশে বিদায় নিচ্ছেন হাজি সাহেবরা।



এর মধ্যে চলতি বছরে (১৪৩৬ হিজরি, ২০১৫ সাল) হজ আদায়কারী মোট হাজির সংখ্যা ঘোষণা করছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদন মতে, এবার হজ পালন করেছেন ২০ লাখের কম মানুষ।

সৌদি গেজেটের খবর অনুযায়ী চলতি বছর সৌদি আরবের অভ্যন্তরীণ ও বহিরাগত মোট হাজির সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮১৭ জন। তন্মধ্যে ১৩ লাখ ৮৪ হাজার ৯৪১ জন হাজি বিদেশী এবং সৌদি আরব হতে ৫ লাখ ৬৭ হাজার ৮৭৬ জন হাজি হজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

এদিকে আল আরাবিয়্যা ২০০০ সাল থেকে নিয়ে ২০১৪ সাল পর্যন্ত হজ পালনকারীদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে- ২০১২ সালে ৩০ লাখের বেশি মানুষ হজ পালন করেছেন। আর গত অর্থাৎ ২০১৪ সালে মাত্র ১৯ লাখ মানুষ হজ পালন করেছেন। যা গত ১৫ বছরের মাঝে সবচেয়ে কম।   

বছর হিসেবে হজপালনকারীদের সংখ্যা হলো-
২০০০ সালে ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ জন, ২০০১ সালে ১৯ লাখ ৪৪ হাজার ৭৬০ জন, ২০০২ সালে ২০ লাখ ৪১ হাজার ১২৯ জন, ২০০৩ সালে ২০ লাখ ১২ হাজার ৭৪ জন, ২০০৪ সালে ২১ লাখ ৬৪ হাজার ৪৭৯ জন, ২০০৫ সালে ২২ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন, ২০০৬ সালে ২৩ লাখ ৭৮ হাজার ৬৩৬ জন, ২০০৭ সালে ২৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন, ২০০৮ সালে ২৪ লাখ ৮ হাজার ৮৪৯ জন, ২০০৯ সালে ২৩ লাখ ১৩ হাজার ২৭৮ জন, ২০১০ সালে ২৭ লাখ ৮৯ হাজার ৩৯৯ জন, ২০১১ সালে ২৯ লাখ ২৭ হাজার ৭১৭ জন, ২০১২ সালে ৩১ লাখ ৬১ হাজার ৫৭৩ জন, ২০১৩ সালে ১৯ লাখ ৮০ হাজার ও ২০১৪ সালে ১৯ লাখ মানুষ মানুষ হজ পালন করেছেন।

হজযাত্রীদের বিভিন্ন সুবিধা দিতে সৌদি সরকার বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে। নির্মাণ কাজ চলায় সৌদি সরকার দেশীয় হজ পালনকারীদের সংখ্যা ৫০ ভাগ ও বিদেশী হজ পালনকারীদের সংখ্যা ২০ ভাগ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। যা এবারও বহাল ছিল। ওই নির্মাণ কাজ শেষ হলে হজ পালনে আরও বেশি সংখ্যক মানুষ সৌদি যেতে পারবেন, সেই সঙ্গে অনেকটা নির্বিঘ্নে হজের কাজ সম্পাদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ৬ হাজার ৬০ জন হাজি হজপালনের জন্য সৌদি আরব গমন করেছেন। বেশ কয়েক বছর ধরে হজ পালনে শীর্ষ পাঁচে অবস্থান করছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও মিশর রয়েছে বাংলাদেশের আগে।

তবে এবারই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক হাজি ভারত থেকে হজপালনের জন্য সৌদি আরব গমন করেছেন। সংখ্যা ১ লাখ ৩৬ হাজার।

চলতি হজ মৌসুমে পবিত্র হজের প্রাক্কারে প্রথমে ক্রেণ দুর্ঘটনায় ১০৭ জন ও দ্বিতীয় দফায় মিনায় পদদলিত হয়ে প্রায় ১ হাজার জন হাজি নিহত হয়েছেন।



বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।