ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

গোপালগঞ্জে বৃহস্পতিবার থেকে ৩ দিনের ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
গোপালগঞ্জে বৃহস্পতিবার থেকে ৩ দিনের ইজতেমা

গোপালগঞ্জ: বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

এ উপলক্ষে জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় মরা মধুমতি নদীর তীরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।



গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হাফেজ ডা. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, তিন দিনের এ ইজতেমায় প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

তিনি আরো জানান, ইজতেমা মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় দুই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি দেড় শতাধিক স্বেচ্ছাসেবক থাকবেন। আগত মুসল্লিদের জন্য কম খরচে খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করা  হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।