ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমার জুমার নামাজে মুসল্লির ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমার জুমার নামাজে মুসল্লির ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা চৌদ্দ মৌজা ঈদগাঁহ মাঠে অনুষ্ঠেয় আঞ্চলিক বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিয়েছেন প্রায় লাখো মুসল্লি।

রাজধানীর কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ এ নামাজে ইমামতি করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এরআগে শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল থেকেই ইজতেমায় আসা মুসল্লিরা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশ থেকে জুমার নামাজে অংশ নিতে আসতে থাকেন মুসল্লিরা।

নামাজের সময় ইজতেমার মূল মাঠ ভর্তি হয়ে তিতাস নদীর বেড়িবাঁধ ও তীরসহ আশপাশের সড়কে অবস্থান নেন মুসল্লিরা।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, ইজতেমায় নিরাপত্তার জন্য ৬০০ পুলিশ,  ১০০ নৌ ও সাদা পোশাকের পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে ১০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।