ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আব্দুর রহমান (৬২) নামে এক মুসল্লি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মারা যান তিনি।

নিহত আব্দুর বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার মৃত কছিমউদ্দিন প্রামাণিকের ছেলে।

বিশ্ব ইজতেমার মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ খিত্তায় মারা যান তিনি। বাদ জুমা তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

** আমবয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার


বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।