ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

অারবিতে নিরক্ষরদের জন্য আমেরিকায় কোরআন প্রশিক্ষণ কোর্স

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
অারবিতে নিরক্ষরদের জন্য আমেরিকায় কোরআন প্রশিক্ষণ কোর্স

সৌদি আরবের কবি রাশাদ হাসান আমেরিকায় ববাসরত আরবিতে নিরক্ষর অনারবদের জন্য কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করেছেন। ‘বিদেশিদের জন্য কোরআন শিক্ষা’ শিরোনামে তার এ কর্মসূচি চলবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।

এ কর্মসূচির আওতায় অনরাবদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআনে কারিম শেখানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু অনারবদের জন্য শুরু হওয়া কার্যক্রমে অনেকেই আগ্রহভরে অংশ নিচ্ছেন।

ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রীধারী রাশাদ হাসান এ বিষয়ে সামাজিক নেটওয়ার্ক টুইটারে লিখেছেন, ‘আমি আমেরিকায় আসার পর বুঝতে পারলাম যে, এখানে অনেকেই কোরআন পড়তে পারে না। তারা আরবিতে নিরক্ষর। সুতরাং তাদেরকে বিশেষ করে অনারবদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। ’

তিনি বলেন, ‘সপ্তাহে দুই দিন আমি কোরআন শিক্ষার ক্লাস রেখেছি এবং ছাত্ররা এখানে হাজির হয়। অনেকের কোরআন পড়তে খুব সমস্যা হয়। তারা সঠিকভাবে কোরআন পড়তে পারে না। আমি তাদের চোখে তাদের অপরাগতাকে উপলব্ধি করি। ’

রাশাদ হাসান আরও বলেন, ‘আমরা পবিত্র কোরআনের অধিকারকে অনেক ছোট করে দেখি। অনেকে ইংরেজি শেখার জন্য কত টাকা খরচ করে কিন্তু প্রতি নামাজের জন্য প্রয়োজনীয় সূরাগুলোও জানে না। মুসলমান হিসেবে এটা অবশ্যই দুঃখজনক বিষয়। এটা কাটিয়ে উঠা দরকার। ’

তিনি টুইটারে আরও লিখেছেন, ‘এ বিষয়ে আমি আমার সহযোগী এবং বন্ধুদের (যারা বিভিন্ন দেশে লেখা-পড়া করছেন) প্রতি আহ্বান জানাই, আমরা যে যেখানেই থাকি না কেন- প্রয়োজনীয় শিক্ষা অর্জন করার পর সমাজের শান্তি ও উন্নতির জন্য সেই শিক্ষাকে সঠিকভাবে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা করি। বিশেষ করে কোরআন শিক্ষার ক্ষেত্রে। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।