ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বেলজিয়ামে চালু হচ্ছে মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বেলজিয়ামে চালু হচ্ছে মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র

ইউরোপের দেশ বেলজিয়ামের রায়সুল হানুত কমিউনিটির পক্ষ থেকে সেদেশের সংখ্যালঘু মুসলমানদের জন্য শিল্প-সাংস্কৃতিক সেন্টার চালু করা হচ্ছে। এ জন্য রায়সুল হানুত কমিউনিটির সদস্যরা সাহায্য সংগ্রহ করছেন।



সাংস্কৃতিক সেন্টারটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মুলিনবিক এলাকায় নির্মাণ করা হবে।

মুসলিম শিল্প-সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ ও চালু করতে ৫ বছরে মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন এক কমিউনিটি নেতা। এতে খরচ হবে প্রায় ৭ লাখ ইউরো।

রায়সুল হানুত কমিউনিটির কথা মতো যদি ২০২০ সালের মধ্যে শিল্প-সাংস্কৃতিক সেন্টারটি নির্মাণ করা হয়, তাহলে এটাই জবে বেলজিয়ামের মুসলমানদের জন্য এমন প্রথম প্রতিষ্ঠান। যা মুসলমানদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য যে, ইউরোপের বিভিন্ন দেশে প্রায় সাড়ে চার কোটি মুসলিম বসবাস করে। তন্মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইটজারল্যান্ড এবং স্পেনে মুসলমানদের সংখ্যা বেশি।



বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।