ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আজারবাইজানে পুরনো কোরআনের প্রদর্শনী দেখে দর্শকরা মুগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আজারবাইজানে পুরনো কোরআনের প্রদর্শনী দেখে দর্শকরা মুগ্ধ

ককেশীয় অঞ্চলের দেশ আজারবাইজান। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্ত বরাবর এর অবস্থান।

পূর্বে কাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর-পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান। উত্তর-পশ্চিমে তুরস্কের সঙ্গেও এর সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে।

সংখ্যাগরিষ্ঠ তুর্কি জনগোষ্ঠী ও শিয়া মতাবলম্বী মুসলিমদের নিয়ে আজারবাইজান গঠিত।

সম্প্রতি আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অায়োজনে দেশটির জাতীয় গ্রন্থাগারে (National Library) আয়োজন করা হয়- প্রথমবারের মতো প্রাচীন কোরআনের পাণ্ডুলিপির প্রদর্শনী।

প্রাচীন কোরআনের পাণ্ডুলিপির প্রদর্শনীটি ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রদর্শনীর শেষ দিন প্রচুর মানুষের সমাগম হয়। অনেককে সময় স্বল্পতার জন্য ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

আজারবাইজানের জাতীয় গ্রন্থাগারের পরিচালক ড. কারিম তাহেরুভ (Karim Tahirov) এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়েও আজারবাইজানে জনগণ পবিত্র কোরআন এবং ধর্ম থেকে দূরে সরে যায়নি এবং সর্বদা মহান আল্লাহ ও কোরআনের স্মরণে ছিল এবং থাকবে।

আজারবাইজানের নারী সংগঠনের প্রধান বাহার গাসেমোভা (Bahar Gasimova তার বক্তৃতায় বলেন, আজারবাইজানের বিভিন্ন শহর থেকে সংগ্রহ করা প্রাচীন বেশ কিছু কোরআনের কপি দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে।

তিন দিন চলে প্রদর্শনীটি শুক্রবার (১৮ মার্চ) শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।