ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সাড়ে ৪ লাখ কুরআন বিতরণ করবে ইসলামিক ফাউন্ডেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সাড়ে ৪ লাখ কুরআন বিতরণ করবে ইসলামিক ফাউন্ডেশন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে ইসলামিক ফাউন্ডেশন।



দিনটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের ৬৪ জেলা ও ৫০৫টি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে চার লাখ ৪৫ হাজার ৭৭০ খানা কুরআন শরীফ বিতরণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২২ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন সোমবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, জাতীয় খতিব সম্মেলন-২০১৬ ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেব কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত ধর্মসচিব মো. আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় খতিব কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সারাদেশ থেকে তিন সহস্রাধিক ইমাম-খতীব, আলেম-ওলামা অংশগ্রহণ করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বলে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।