ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৩৩ বছরে মদিনা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক গ্রন্থমেলা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
৩৩ বছরে মদিনা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক গ্রন্থমেলা

প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে মদিনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আর্ন্তজাতিক গ্রন্থমেলা। মেলাটি ইতিমধ্যেই মদিনাসহ পুরো সৌদি আরবের ছাত্র, শিক্ষক, গবেষক ও বইপ্রেমীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে।

মেলাটি শুরু হয়েছে গত ২৯ মার্চ । চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। তবে প্রয়োজনে মেলার সময়সীমা বাড়তেও পারে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মেলার উদ্বোধন করেন মদিনা মোনাওয়ারার গভর্নর ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ। এবারের মেলায় সৌদি আরব ছাড়াও বিভিন্ন দেশের প্রকাশকরা অংশ নিচ্ছেন। বিশেষ করে মিসর, দুবাই ও বৈরুতের বেশকিছু নামিদামি প্রকাশনা সংস্থা তাদের প্রসিদ্ধ প্রকাশনা নিয়ে অংশগ্রহণের মাধ্যমে মেলাকে ঋদ্ধ করেছেন।

এবারের মেলায় অংশ নেওয়া প্রকাশনীর মাঝে উল্লেখযোগ্য দারুল কলম, মাকতাবা আল শাওয়াফ, দারুল কুতুব আল ইলমিইয়্যা ও দারুসসালাম।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও সৌদি আরবে বসবাসরত বইপ্রেমীরা সারাবছর অপেক্ষায় থাকে এই মিলনমেলার। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ইসলামি সাহিত্যিক মেলায় এসেছেন।

৩৩ বছরে পদার্পণ করতে যাওয়া এবারের বইমেলার আয়োজক বরাবরের মতোই মদিনা বিশ্ববিদ্যালয়। সহযোগিতায় রয়েছে সৌদি আরবের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান আল উবাইকান ও বিন লাদেন কোম্পানি।

মেলার প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আল মদিনা ও দৈনিক শারকুল আওসাত। ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার উয়ুনুল মদিনা।

মেলায় নারীদের অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আলাদা বরাদ্দ রেখেছেন চার দিন।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।