ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পরীক্ষায় সফলতার দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
পরীক্ষায় সফলতার দোয়া

কেবল যোগ্যতা ও দক্ষতা দ্বারা সফলতা অর্জন করা যায় না। সফলতার জন্য আল্লাহতায়ালার রহমত অপরিহার্য বিষয়।

এ জন্য উদ্দিষ্ট সুফল লাভের জন্য দক্ষতা ও যোগ্যতা যেমন প্রয়োজন, তেমনি আল্লাহতায়ালার রহমত ও বরকতের জন্য সকাতরে তার সাহায্য প্রার্থনা করা আবশ্যক।

আল্লাহতায়ালা এমন এক মহান সত্তা যিনি তার কাছে কোনো কিছু চাইলে অত্যন্ত খুশি হন। বান্দা যত চাইবে আল্লাহ তত দেবেন এবং তত বেশি খুশি হবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ ও তার বান্দার মধ্যে সেতুবন্ধ হয়।

আজ (০৩ এপ্রিল) প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সব পরীক্ষার্থীদের জন্য রইল আমাদের শুভকামনা। তাদের পরীক্ষা সুন্দর হোক, এই প্রত্যাশা করি।

পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীরা নিম্নোক্ত দোয়া পড়লে পরীক্ষায় কামিয়াব হয় বলে অভিজ্ঞ আলেমরা অভিমত প্রকাশ করেছেন।

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যেদিনা মুহাম্মদ, ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। রাব্বি জিদনি ইলমা- রাব্বি ইয়াসসির, ওয়ালাতুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। ’

অর্থ: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য। (হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) এবং তার বংশধর সাহাবিদের প্রতি অনুগ্রহ করুন। হে আমার প্রভু! আপনি আমার বিদ্যা বৃদ্ধি করুন। হে আমার প্রভু! আপনি আমার জন্য বিষয়টি সহজ করে দিন, কঠিন না করুন এবং কল্যাণের সঙ্গে বিষয়টির সমাপ্তি ঘটান।

উল্লেখ্য যে, হজরত রাসূলুল্লাহ (সা.) তার সাহাবায়ে কেরাম (রা.), তাবেইন ও পরবর্তী ব্যক্তিরা এ দোয়াগুলো বা এগুলোর একাংশ পড়া ও লেখার শুরুতে পড়তেন। বাড়িতে বা যে কোনো স্থানে লেখাপড়ার শুরুতেও এ দোয়াগুলো পড়ে নেয়া বাঞ্ছনীয়।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।