ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সিলেটের প্রখ্যাত আলেম শায়েখ আবদুল গণীর ইন্তেকাল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
সিলেটের প্রখ্যাত আলেম শায়েখ আবদুল গণীর ইন্তেকাল

সিলেটের প্রখ্যাত আলেম শায়েখ আবদুল গণী আর নেই। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট নগরীর পুর্ব জিন্দাবাজার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শায়েখ আবুদুল গণী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১০ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশ-বিদেশে তার প্রচুর ছাত্র রয়েছে।

শায়েখ আবুদল গণী ১৯৪৩ সালের ১ মার্চ জকিগঞ্জ উপজেলার জামুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ইনছান আলী। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন হাড়িকান্দি মাদ্রাসায়। ১৯৬১ সালে ইছামতি আলিয়া মাদ্রাসা থেকে ১ম বিভাগে আলিম, জামেউল উলুম গাছবাড়ী মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে ফাজিল ও ১৯৬৫ সালে কামিল পাশ করেন তিনি।

কর্মজীবনে গাছবাড়ি মাদ্রাসা, সুজাউল আলীয়া মাদ্রাসা ও বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসায় ১৮ বছর শিক্ষকতা করেন শায়েখ আবুদল গণী। শিক্ষার প্রচার-প্রসারে তার অসামান্য অবদান রয়েছে।

বৃহত্তর সিলেট অঞ্চলের সর্বমহলে শায়েখ আবুদল গণী ব্যাপক পরিচিত। তার মৃত্যু সংবাদে সিলেটের আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বাদ জোহর জকিগঞ্জের হাড়িকান্দি মাদ্রাসা মাঠে শায়েখ আবুদল গণীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পুত্র হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।