ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ছোট্ট শিক্ষার্থীরা পবিত্র কাবা পরিষ্কার করলো

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
ছোট্ট শিক্ষার্থীরা পবিত্র কাবা পরিষ্কার করলো

সৌদি আরবের মক্কার স্থানীয় স্কুলের একদল সৌভাগ্যবান শিক্ষার্থী পবিত্র কাবা শরিফ ও তাওয়াফের স্থান (মাতাফ) পরিষ্কার করার কাজে অংশ নেয়।

এ কাজে অংশ নেওয়ার জন্য মেধার ভিত্তিতে তাদের বাছাই করা হয়।


মোজাইককৃত পবিত্র কাবা চত্বরের অংগন ও কাবা শরিফের দেয়াল পরিষ্কার করার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম কাবা কর্তৃপক্ষ সরবরাহ করে।

তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনার জন্য তাদের সঙ্গে ছিলো দক্ষ ক্লিনার্সরা।

কাবা পরিষ্কার করার কাজে নিয়োজিতদের ইচ্ছামতো কাবা পরিষ্কার করার সুযোগ দেওয়া হয়।

আহ, কি সম্মান! আর তারা কতোই-না সৌভাগ্যবান!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।