ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম মহিলা বিচারক নিয়োগ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম মহিলা বিচারক নিয়োগ আরিফা মাসউদ

অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলেও ষষ্ঠ বৃহত্তম দেশ। রাজধানীর ক্যানবেরা আর বৃহত্তম শহরের নামা সিডনী।

অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। রাজ্যগুলো হলো- নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া।

সেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথমবারের মতো আরিফা মাসউদ (Urfa Masood) নামে এক মুসলিম নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিই অস্ট্রেলিয়ায় নিয়োগ্রাপ্ত প্রথম মুসলিম নারী।

ভিক্টোরিয়ার অ্যাটর্নি জেনারেল মার্টিন পাকুলা (Martin Pakula) মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আরিফা মাসউদকে নিয়োগের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শ্রীলংকান বংশোদ্ভুত আরিফা মাসউদ ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নেন।

আরিফা মাসউদ ২০০৩ সালে ফৌজদারি আইন অধ্যয়ন শুরু করেন এবং অস্ট্রেলিয়ায় নাগরিকদের আইনি সেবা এবং ট্যাক্স অফিসে কাজ করতেন। তিনি ২০০৪ সালে ভিক্টোরিয়ান বারের সদস্যপদ লাভ করেন।

তিনি ২০১২ সালে আইন অনুষদের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন।

এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে পরিবার, শিশু ও ফেডালের আদালতে বিচারকার্য সম্পন্ন করেছেন।

আরিফা মাসউদ ঋণ, ক্ষতিপূরণ, আর্থিক বিরোধ এবং শ্রম বিরোধ থেকে শুরু করে ছোটখাটো অপরাধ ও ট্রাফিক লঙ্ঘনের মতো নাগরিক বিষয়ক মামলাগুলোর বিচার করবেন।

তার নিয়োগে স্থানীয় আদিবাসী ও মুসলমানরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।