ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জর্দান কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ সোলায়মান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ১, ২০১৬
জর্দান কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ সোলায়মান

জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন হাফেজ সোলায়মান হাওলাদার (১৫)।

হাফেজ সোলাইমান যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ মাদ্রাসার ছাত্র।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় দুই শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে জর্ডান যাওয়ার টিকিট লাভ করেন সোলায়মান।

জর্ডানের রাজধানী আম্মানে ৬৫টি দেশের প্রতিযোগীদের নিয়ে ২৫ জুন প্রতিযোগিতাটি শুরু হবে। চলবে ১ জুলাই পর্যন্ত।

ভোলা জেলায় জন্ম নেওয়া হাফেজ সোলায়মানের বাবার নাম মো. আলমগীর হাওলাদার।

সোলাইমান ২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৪র্থ স্থান লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১, ২০১৬
এমএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।