ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শতবর্ষী কোরআনের হাফেজ দাগেস্তানের হোসেন শেখ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৬
শতবর্ষী কোরআনের হাফেজ দাগেস্তানের হোসেন শেখ হাফেজ হোসেন শেখ আহমাদোফ

দাগেস্তান উত্তর ককেশাস অঞ্চলের অন্তর্গত রাশিয়ার একটি প্রদেশ। এটি চেচনিয়ার পার্শ্ববতী একটি মুসলিম অধ্যুষিত এলাকা।

রাশিয়ার সম্রাট জার পিটার দ্য গ্রেট ১৭২২ সালে দাগেস্তানকে রাশিয়ার অন্তভুর্ক্ত করেন।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ককেশাস অঞ্চলের প্রদেশ চেচনিয়ার স্বাধীনতা আন্দোলন দেখা দিলে তার অনুসরণে দাগেস্তানেও স্বাধীনতা আন্দোলন শুরু হয়। কিন্তু রাশিয়া সামরিক ব্যবস্থার মাধ্যমে দাগেস্তানের স্বাধীনতা আন্দোলন দমন করে।

দাগেস্তানের বেশিরভাগ মুসলমানই কট্টর সুফিপন্থী। সেই দাগেস্তানের হোসেন শেখ আহমাদোফকে বিশ্বের সবচেয়ে প্রবীণ হাফেজ হিসেবে মনে করা হচ্ছে। খবর অন ইসলামের।

পবিত্র কোরআনের এই শতবর্ষী হাফেজ হোসেন শেখ আহমাদোফ ১৮৯৬ সালে দাগেস্তানের একটি শহরে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ১২০ বছর।

তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।

এই বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং অন্যদেরকেও কোরআন শিক্ষা দেন।

প্রবীণ এই হাফেজে কোরআন ১২০ বছরের মধ্যে প্রায় ৫০ বছর কোরআন শিক্ষা দানের কাজে ব্যয় করেছেন। এখনও তিনি সম্পূর্ণরূপে সুস্থ। এমনকি চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘন্টা, মে ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।