ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

প্যারিসে ইফতারের সময় ফ্রি স্যুপ বিতরণ করা হবে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ২, ২০১৬
প্যারিসে ইফতারের সময় ফ্রি স্যুপ বিতরণ করা হবে ফাইল ছবি

আসন্ন রমজানে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইফতারের সময় ফ্রি চিকেন স্যুপ বিতরণ করা হবে। ফরাসি ভাষায় ‘উনে শোরবা পোউর তুস’ (সবার জন্য খাদ্য) নামের একটি মুসলিম দাতা সংস্থা এ কর্মসূচি পালন করবে।

ফ্রান্সের এই দাতা সংস্থাটি বছর জুড়ে পথচারী ও দরিদ্রদের মানুষদের বিনা পয়সায় খাবার খাইয়ে থাকে৷

সংস্থাটি সাধারণত প্রতিদিন সাতশ’ লোকের খাবারের আয়োজন করলেও রমজান মাসে এ সংখ্যা গিয়ে ঠেকে দুই হাজারে।

রমজানে ফ্রি চিকেন স্যুপ বিতরণের লক্ষে ইতোমধ্যে প্যারিসের এ্যারোনডিসমেন্ট এলাকায় তারা একটি বিশাল তাঁবু টাঙিয়েছে। যেখানে ইফতারের সময় বিভিন্ন এলাকার মুসলমান রোজাদাররা ইফতার করবেন। কেউ একা কেউবা আবার পরিবার নিয়েও সেখানে ইফতার করে থাকেন। ইফতারের মেন্যুতে থাকে প্রায় ডজনখানেক আইটেম৷ এসব আইটেমের স্বাদেও রয়েছে বেশ ভিন্নতা৷

এ সময় ভিন্ন ভিন্ন স্বাদের স্যুপ পরিবেশন করা হয় আগতদের মাঝে৷ তবে শুধু রোজাদার মুসলিমরাই এ স্যুপ খেতে আসেন তা নয়, ভিন্ন ধর্মের ধর্মের লোকেরাও এ স্যুপ খেতে আসেন।

স্যুপ বিতরণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অনেকেই কাজ করে থাকেন। তবে তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি৷

তাদের একজন ফরিদ আজাদি গণমাধ্যমকে বলেছেন, প্রতিবছর এখানে আসা লোকের সংখ্যা বেড়ে চলেছে৷ সবাইযে ফ্রি স্যুপ খেতে আসে তা নয়। ইফতারের সময় অনেকেই মিলে একত্রে ইফতার করতেই এখানে আসা।

উল্লেখ্য, ফ্রান্স মুসলমানদের সংখ্যা ৫০ লাখেরও বেশি৷ পবিত্র রমজানে বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সের মুসলমানরাও রোজা রাখেন। পুরো রমজান মাসে ফ্রান্সের মুসলমানদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএ/
** আমেরিকার দরিদ্রদের মাঝে মুসলমানদের উপহার বিতরণ
**তিউনিসিয়ায় রমজানে কোরআন বিতরণ করা হবে
**আমেরিকার রাস্তায় রমজান উপলক্ষে ফুল ও উপহার বিতরণ
**রাশিয়ায় ১০ হাজার রোজাদার একসঙ্গে ইফতার করবেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।