ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নীলফামারীর প্রায় সাড়ে ৩ হাজার মসজিদে এক রীতিতে তারাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
নীলফামারীর প্রায় সাড়ে ৩ হাজার মসজিদে এক রীতিতে তারাবি নীলফামারী বড় মসজিদ

নীলফামারী: পবিত্র মাহে রমজানে নীলফামারী জেলার ৩ হাজার ৪শ’ ৬৩টি মসজিদে একই নিয়মে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

রমজানের প্রথম ৬ দিন দেড় পারা করে ৯ পারা এবং পরের ২১ দিন ১ পারা করে তেলাওয়াত করে ২৭ রমজান শবে কদরে পবিত্র কোরআন খতম করবেন হাফেজরা।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী সূত্র জানায়, জেলায় ৩৪৬৩টি মসজিদ রয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় ৮৩৩, জলঢাকা উপজেলায় ৬৭৬, সৈয়দপুরে ৩৭০, ডিমলা উপজেলায় ৫৫৬, কিশোরগঞ্জ উপজেলায় ৫৫৩ এবং ডোমার উপজেলায় ৪৭৫টি মসজিদ অবস্থিত।

আসন্ন রমজানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৯টি তাফসির মাহফিল এবং বই বিক্রয় কেন্দ্রগুলোতে প্রকারভেদে শতকরা ৩৫-৫০ টাকা মূল্য ছাড়ে ইসলামি পুস্তকাদি বিক্রি করা হবে। ‍

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোঃ এরফান আলী বাংলানিউজকে জানান, মুসল্লিদের সুবিধার্থে পবিত্র মাহে রমজানে একই নিয়মে তারাবির নামাজ আদায়ে মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া জাকাত আদায়ে রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান উপ-পরিচালক এরফান আলী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।