ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সিঙ্গাপুরে সোমবার থেকে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
সিঙ্গাপুরে সোমবার থেকে রোজা শুরু

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে পবিত্র রমজান শুরু হচ্ছে সোমবার (০৬ জুন) থেকে। বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে দীর্ঘ একমাস রোজা ও ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন সিঙ্গাপুরের মুসলিমরাও।

রোববার (০৫ জুন) ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, জ্যোতির্বিদ্যা গণনার হিসেবে ব্রুন‍াই দারুসসালাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্ম বিষয়ক মন্ত্রীদের অনানুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রজমান মাসের নতুন চাঁদ রোববার (০৫ জুন) সূর্যাস্তের ১৮ মিনিট পর্যন্ত আকাশে দেখা যাবে।

সিঙ্গাপুরের মুফতি ড. মোহাম্মদ ফাতরিস বাকারাম বলেন, ‘আমি আশা করবো, বরকতময় রমজান মাসটি সিঙ্গাপুরের প্রত্যেক মুসলমান গ্রহণ করবেন। ’

‘এই বরকতময় মাসে বন্ধুত্ব জোরদার, শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তোলা, সময় মতো সেহেরি খাওয়া সম্পাদন এবং পরিবারের সবাই একসঙ্গে তারাবির নামাজ আদায়ের সুযোগে নিন। ’

টানা একমাস রোজা রাখার পর ৬ জুলাই ঈদুল ফিতর উদযাপন করবেন সিঙ্গাপুরের মুসলমানরা। যা স্থানীয় ভাষায় ‘হারি রায়া পৌসা’ নামে পরিচিতি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।