ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ময়মনসিংহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ময়মনসিংহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

ময়মনসিংহ: ময়মনসিংহে আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়েছে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।

রবিবার (০৫ জুন) নগরীর বড় মসজিদ চত্বর থেকে এ র‌্যালি বের হয়।

পরে স্টেশন রোড, গাঙ্গিনারপাড় সড়ক ঘুরে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বড় মসজিদ প্রাঙ্গনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।

সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক মুফতি মুহিব্বুলাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি আলামা খালেদ সাইফুলাহ সাদী।

এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের মোমেনশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মানসুরুল হক খান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমাদ ফেরদাউস প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এমএএএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।