ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আলজেরিয়া ও জর্ডান হেফজ প্রতিযোগিতায় যাচ্ছেন দুই কিশোর হাফেজ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
আলজেরিয়া ও জর্ডান হেফজ প্রতিযোগিতায় যাচ্ছেন দুই কিশোর হাফেজ হাফেজ সোলাইমান হাওলাদার ও হাফেজ আবু রায়হান

চলতি রমজান মাসের শেষ দশকে আলেজেরিয়া ও জর্দানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন দুই কিশোর হাফেজ।

তারা হলেন, হাফেজ আবু রায়হান ও হাফেজ সোলাইমান হাওলাদার। দু’জনই যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

৬০টি দেশের অংশগ্রহণে ১৮ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত আলজেরিয়ায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। সেখানে হাফেজ আবু রায়হান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আর হাফেজ সোলাইমান হাওলাদার ৫৫টি দেশের অংশগ্রহণে ২০ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত জর্ডানে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘন্টা, জুন ১৭, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।