ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ঈদে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা বয়ে যাক প্রতিটি ঘরে

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
ঈদে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা বয়ে যাক প্রতিটি ঘরে

মুসলিম উম্মাহর দু’টি প্রধান ধর্মীয় উৎসবের মাঝে ঈদুল ফিতর একটি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশের মুসলমান আগামীকাল ঈদুল ফিতর পালন করবে।

আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত পুরস্কারের প্রত্যাশায় ঈদ অনেক বেশি মহিমান্বিত ও আনন্দঘন। সিয়াম সাধনার পাশাপাশি জাকাত ও ফিতরা আদায় শেষে ঈদের জামাত থেকে পাপ-পঙ্কিলতামুক্ত হয়ে প্রফুল্ল মনে ঘরে ফেরার অনাবিল আনন্দ এই ঈদের বিশেষ সওগাত।

ঈদুল ফিতর ধর্মপ্রাণ মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যবহ ও আধ্যাত্মিক সুষমামণ্ডিত। সাধারণ আনন্দ উৎসব ও ঈদের আনন্দ উৎসবের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কেবল আনন্দ-উল্লাস নয়, ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহতায়ালার অনুগ্রহ, ক্ষমা ও সন্তুষ্টি লাভ এবং মানব কল্যাণের সুযোগ রয়েছে এর মধ্যে। কঠোর সিয়াম সাধনা, সংযম, দান-খয়রাত, ত্যাগ-স্বার্থপরতা ও সার্বজনীন কল্যাণে আত্মনিবেদনের সমন্বয়ে ঈদ উৎসব অনেক বেশি বাস্তবিক শুভময়তা এবং পারলৌকিক মুক্তির প্রত্যাশায় ঋদ্ধ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ’

ঈদের এই সার্বজনীন ও পারলৌকিক কল্যাণ, সাম্য-সৌহার্দ্যরে বার্তা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ও কর্মে যথার্থভাবে প্রতিফলিত হলেই ঈদের অন্তর্নিহিত আহ্বান সফল ও সার্থক হবে। মুসলমানদের মধ্যে ধনী-দরিদ্র, বর্ণ-গোত্র, ভাষা, ভৌগোলিক অবস্থানগত পার্থক্য ও উঁচু-নিচুর ভেদাভেদের কোনো সুযোগ নেই। ঈদের নামাজের জামাতে সব ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয় মুসলমানেরা। তাদের সমাবেশ এবং হাতে হাত ও বুকে বুক মেলানোর দৃশ্য বেহেশতি বাঞ্ছনায় উদ্ভাসিত।

ঐতিহ্যগতভাবে ঈদ আমাদের দেশে বরাবরই ব্যাপক আয়োজন, উদ্দীপনা ও উৎসবমুখরতার মধ্য দিয়ে উদযাপিত হয়। আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে সব মানুষই তাদের সাধ্যানুযায়ী ঈদ-উৎসবে শরিক হয়। বরাবরই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ গ্রামে ছুটে যায়। একযোগে এত বিপুল সংখ্যক মানুষের ঘরমুখী যাত্রায় পথেঘাটে এক ভিন্ন দৃশ্যের অবতারণা হয়। পথে পথে নানা দুর্ভোগ-বিড়ম্বনার সম্মুখীন হতে হয় ঈদ যাত্রীদের। একদিকে পরিবহন ব্যবস্থায় অনিয়ম-বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিযোগিতা ও অতিরিক্ত যাত্রীবহনের ঝুঁকি, অন্যদিকে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, যানজট ও রাস্তার বেহাল দশা মাথায় নিয়ে চলে ঈদযাত্রা।

অবশ্য এবার পরিস্থিতি আগের তুলনায় বেশ স্বস্তিদায়ক। টিকিট নিয়ে তেমন বিড়ম্বনায় পড়তে হয়নি ঈদযাত্রীদের। আগের তুলনায় রাস্তাঘাটের অবস্থা ভালো। যানজট আছে তবে অসহনীয় নয়। ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম চারলেন ও জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন খুলে দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীর ভাষায়, যথার্থই ঈদ উপহার হয়েছে। চাঁদাবাজি-জুলুমবাজিও এবার কম। অন্তত ৯ দিনের টানা ছুটি পেয়েছে সরকারী কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ঘরে ফেরার ক্ষেত্রে এটা বড় একটা সুবিধা এনে দিয়েছে। ঈদযাত্রা সহজ, নিরাপদ ও স্বস্তিকর করার জন্য গৃহীত কার্যব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর ধন্যবাদ প্রাপ্য।

ঈদের প্রাক্কালে দেশবাসীর মন হঠাৎই দুঃখ, শোক ও বিষন্নতায় ভরে গেছে। রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের নজিরবিহীন হামলায় দেশি-বিদেশিসহ ২০ জন নাগরিক ও দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ছয় সন্ত্রাসীও যৌথ উদ্ধার অভিযানে নিহত হয়েছে। এর আগে এত বড় সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। ইসলামের নামে যারা এই হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা বিভ্রান্ত ও বিপথগামী। তাদের এই অমার্জনীয় অপকর্ম ও অপবাদের নিন্দা জানানোর আমাদের ভাষা নেই। দেশের মানুষ একদিকে শোকে মুহ্যমান, অন্যদিকে উদ্বিগ্ন ও বিচলিত। এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে না ঘটে, কেউ না ঘটায়, সেটাই এখন সকলের একান্ত প্রত্যাশা।

আমাদের আন্তরিক প্রত্যাশা, ঈদকে কেন্দ্র করে মানুষের মধ্যে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হোক, সন্ত্রাস অবসিত হোক, সবার মধ্যে প্রকৃত ধর্মবোধ ও মূল্যবোধ সংহত হোক। সেই সঙ্গে এটাও প্রত্যাশা করি, ঈদ আনন্দময় ও উৎসবমুখর হোক। বাংলানিউজের সকল পাঠক, লেখক, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

বাংলাদেশ সময়: ২০২৯০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।