ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিনামূল্যে মোবাইল অ্যাপস ‘ইসলামিক কথা’

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিনামূল্যে মোবাইল অ্যাপস ‘ইসলামিক কথা’

লাইভ টেকনোলজিস লিমিটেড প্রস্তুত করেছে এক অনন্য ইসলামিক অ্যাপস। এতে রয়েছে অনেক কিছু।

এর মধ্যে অন্যতম হলো নামাজের সময়সূচি ও ইসলামিক লাইফস্টাইলের জন্য দরকারি তথ্য। অ্যাপসটির নাম ‘ইসলামিক কথা’। এমন একটি অ্যাপস প্রত্যেক মুসলমানের জন্য দরকারি। প্রয়োজনীয় অ্যাপসটি আপনি পাচ্ছেন বিনামূল্যে!

এই অ্যাপসে আছে, নামাজ ও আজান টাইমিং ও অ্যালার্ম, সেহরি-ইফতারের সময়সূচি। আরও আছে কেবলা (কাবা শরিফ) নির্দেশক এবং মসজিদের অবস্থান পর্যবেক্ষণ জিপিএসভিত্তিক গুগল ম্যাপ। এটি আপনাকে দেখিয়ে দেবে আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে। রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় দোয়া, বিষয়ভিত্তিক হাদিস, ইসলামিক নানা তথ্য, কালেমার বাংলা অর্থ, ধাপে ধাপে নামাজ শিক্ষার বর্ণনা, আরবি ক্যালেন্ডার, আল্লাহতায়ালার ৯৯টি গুণবাচক নাম ও অর্থ, জাকাতের হিসাব ও তথ্য এবং ইসলামিক ভিডিও প্রভৃতি।

অ্যাপসটির অপশন থেকে আজান টাইমিং পরিবর্তন ও সাইলেন্ট করা যায়। জেলাভিত্তিক অবস্থানও পরিবর্তন করা যায়।

‘ইসলামিক কথা’ অ্যাপসটি ডাউনলোড করতে GOOGLE PLAY STORE -এ Islamic Kotha লিখে Search করতে হবে। অ্যাপসটির দুটি ভার্সন হলো- ফুল ভার্সন ও লাইট ভার্সন। বিস্তারিত- http://kotha.mobi/apps.php

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এমএইউ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।