ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মিসরে স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআনের প্রদর্শনী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মিসরে স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআনের প্রদর্শনী ছবি: সংগৃহীত

মিসরে স্বর্ণের কালি দিয়ে লেখা একটি কোরআন শরিফের পাণ্ডুলিপির প্রদর্শন সম্পন্ন হলো। মঙ্গলবার (২৫ জুলাই) মিসরের মিনিয়া শহরের সংস্কৃতি অফিসের প্রদর্শন হলে পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়।

প্রদর্শনীতে আরও মূল্যবান ও ঐতিহাসিক কোরআন শরিফের কিছু পাণ্ডুলিপি ছিলো।

স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআন শরিফ প্রসঙ্গে মিনিয়া শহরের সংস্কৃতি অফিসের পরিচালক রানিয়া আলাভি বলেন, বিশ্বের বিখ্যাত ২২ জন ক্যালিওগ্রাফার ও কারুশিল্পী স্বর্ণের কালির মিশ্রণে এই কোরআন শরিফটি লিখেছেন। লেখিয়েদের তালিকায় মিসরের ক্যালিওগ্রাফার ও কারুশিল্পী আহমেদ ফাতহি তালাবাত, আহমেদ আল কাশিরি ও মোহাম্মাদ আল শাহাবিও রয়েছেন।

মিনিয়ার সংস্কৃতি অফিসের আরবি ক্যালিওগ্রাফি বিভাগ স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআন শরিফের পাণ্ডুলিপিটি লেখার ব্যবস্থা ও তত্ত্বাবধায়ন করেছে।

প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিসরের ক্যালিওগ্রাফি ইউনিয়নের প্রধান খুজাইর আল বুর সায়িদি এবং আল আহরাম পত্রিকার উপ সম্পাদক সাংবাদিক মোহাম্মাদ আল মাগরেবি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।