ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পেঁচাকে কুলক্ষণে মনে করতে হাদিস শরিফের মানা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
পেঁচাকে কুলক্ষণে মনে করতে হাদিস শরিফের মানা

কুসংস্কার নেই এমন কোনো দেশ বা সমাজ নেই। সমাজে হাজার হাজার বছর ধরে নানাবিধ কুসংস্কার চলে আসছে।

এসব কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের কোনো প্রামাণিক ভিত্তি নেই।

এগুলো এক ধরনের ‘অন্ধ বিশ্বাস’ থেকে মানুষ পালন করে থাকে। ভয়ের কথা হলো, যেসব কুসংস্কার প্রচলিত আছে, যা প্রতিনিয়ত মানুষ কথায় ও কাজে ব্যবহার করে থাকে। এগুলোর প্রতি বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক হুমকি। কিছু কিছু হলো শিরক এবং স্পষ্ট জাহেলিয়াত। আবার কিছু কিছু কুসংস্কার তো সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমত হাস্যকরও বটে।

মূলত: বাজারে ‘কি করিলে কি হয়’ মার্কা কিছু বই এসবের সরবরাহকারী। অশিক্ষিত কিছু মানুষ অন্ধবিশ্বাসে এগুলোকে লালন করে। তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি।

সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার বা ভুল বিশ্বাস হলো, কোনো ঘরে পেঁচা বসলে সে ঘরের কেউ মারা যাবে বা ওই ঘরের বাসিন্দাদের কোনো না কোনো বিপদ আসবে! এমনকি গভীর রাতে পেঁচা ডাকলেও বিপদেরসমূহ সম্ভাবনা।

এটি একটি মারাত্মক ভুল বিশ্বাস। পেঁচাকে কুলক্ষণে মনে করা জাহেলি যুগের ভ্রান্ত ধারণা। হাদিস শরিফে পেঁচা বা অন্য কোনো কিছুকে কুলক্ষণে মনে করতে নিষেধ করা হয়েছে। পেঁচা দেখা কুলক্ষণে নয়, পেঁচার অনিষ্ট করার কোনো ক্ষমতা নেই। লাভ-ক্ষতির মালিক একমাত্র আল্লাহতায়ালা। এ ধরনের অলীক ধারণা-বিশ্বাস থেকে বিরত থাকা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।