ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ওয়াশিংটন ইদরিস মসজিদের বার্ষিক ভোজে অমুসলিমদেরও দাওয়াত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ওয়াশিংটন ইদরিস মসজিদের বার্ষিক ভোজে অমুসলিমদেরও দাওয়াত

দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে সিয়াটল শহরে অবস্থিত শায়খ ইদরিস মসজিদের নানা সামাজিক কাজে সমর্থন ও সহযোগিতা করে আসছে মসজিদের আশেপাশে বসবাসকারী অমুসলিম প্রতিবেশিরা। মসজিদের নানা কাজে অমুসলিমদের এমন সমর্থনের প্রেক্ষিতে এবং তাদের প্রতি সম্মান জানানোর জন্য প্রতি বছর একটি বার্ষিক ভোজ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে অমুসলিমদেরকেও যথাযথ মর্যাদা দিয়ে দাওয়াত করা হয়। এবারের অনুষ্ঠানটি হয় গত ১৪ আগস্ট।

ইদরিস মসজিদ কর্তৃপক্ষ অমুসলিম প্রতিবেশিদের জন্য এমন অনুষ্ঠান দীর্ঘ ১৫ বছর ধরে পালন করে আসছে। অনুষ্ঠানে মুসলমানদের সমর্থন করার জন্য তাদেরকে সম্মান প্রদর্শন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মসজিদ কমিটির সিনিয়র সদস্য ও ওয়াশিংটন ইসলামি সেন্টারের মুখপাত্র হাশেম ফারাজুল্লাহ এই অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, বার্ষিক ভোজ অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। এখানে অংশগ্রহণ করে অনেক অমুসলিম ইসলাম সম্পর্কে তাদের ইতিবাচক মনোভাব তুলে ধরে। এমনকি মুসলমান সম্পর্কে কিছু মিডিয়ার নেতিবাচক প্রশ্নের উত্তরও দেয় তারা।

২০০০ সালে ইসলাম বিদ্বেষী একটি গ্রুপ মসজিদে হামলার হুমকি দিলে এই এলাকার অমুসলিম প্রতিবেশিরা মসজিদে হামলা ঠেকাতে একাধারে দুই মাস পাহারা দেয়। এমনকি তারা মুসলমানদের হয়ে সাধারণ জনগণের মাঝে শান্তির বাণী লিখিত পোস্টকার্ড ও ফুলের তোড়া বিলি করে। এই ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় মসজিদের আশেপাশে বসবাসকারী অমুসলিম প্রতিবেশিদের আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করা হবে। সেই থেকে এই অনুষ্ঠানের প্রচলন।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।