ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

স্কটল্যান্ডের পুলিশ বাহিনীতে হিজাব অনুমোদন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
স্কটল্যান্ডের পুলিশ বাহিনীতে হিজাব অনুমোদন

গ্রেট ব্রিটেনের অংশ স্কটল্যান্ডের পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের উৎসাহী করতে স্কটল্যান্ড পুলিশ তাদের ইউনিফর্মে হিজাব অনুমোদন দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ইন্ডিপেনডেন্ট এ খবর প্রকাশ করেছে।



অবশ্য আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক হিসেবে হিজাব ব্যবহার করতে পারবেন। এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল।

স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলে বলেন, ‘এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। মুসলিম ও অন্য সম্প্রদায় এবং পুলিশ কর্মকর্তা ও অন্য স্টাফ যে সহায়তা করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। ’

ফিল গর্মলে আশা প্রকাশ করে বলেন, ‘ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্রপূর্ণ হলো। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ’

স্কটল্যান্ড পুলিশের আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে।

সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, ‘এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ। স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব। ’

-ইলমফিড.কম অবলম্বনে

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।