ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাবা শরিফ দেখলেই হজ ফরয হয় না

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
কাবা শরিফ দেখলেই হজ ফরয হয় না

লোকুমখে প্রচলিত আছে, কাবা শরিফ দেখলেই নাকি হজ ফরয হয়ে যায়। শরিয়তে এমন কথার কোনো ভিত্তি নেই, আর এ ধারণা সঠিক নয়।

হজ ফরয হওয়ার সঙ্গে কাবা শরিফ দেখা না দেখার কোনো সম্পর্ক নেই।

বরং হজ ফরয হওয়ার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি হজের মৌসুমে হজে আসা-যাওয়ার খরচসহ তার অনুপস্থিতির দিনগুলোতে পরিবারের চলার মতো স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকতে হবে।

এখন কেউ যদি কোনো কারণে মক্কা শরিফ যায়, কিংবা যে কোনো সময়-সুযোগে ওমরা করে আসে। আর এসব কারণে তার ওপর হজ ফরয হবে- এমন নয়।

শরিয়তের বিধান হলো- কারো হজ করার সামর্থ্য নেই, কিন্তু ওমরা করার সামর্থ্য আছে। তাহলে সে ওমরা আদায় করে নিবে।
 
ওমরা আদায়ের সামর্থ্য থাকলে জীবনে একবার ওমরা করা সুন্নতে মোয়াক্কাদা। অতএব সামর্থ্যবানের জন্য ওমরা করা সুন্নত। আর ওমরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। শুধুমাত্র জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট পাঁচদিন ওমরা করা মাকরূহ।

বছরের যে কোনো সময় ওমরা করা জায়েয। তবে পবিত্র রমজান মাসে ওমরা করা সবচেয়ে উত্তম। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি ওমরা করা আমার সঙ্গে একটি হজ করার সমতুল্য। -সহিহ বোখারি

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমএইউ/
আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
**
প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে
** নবীর কদম মোবারকের স্পর্শে ধন্য মদিনার মাটিতে রয়েছে অজস্র বরকত
‍** হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি
** সাম্যবাদের কথাকে মনে করিয়ে দেয় হজ
** পবিত্র হজ হোক সেলফিমুক্ত
** চীন থেকে সাইকেল চালিয়ে হজে
** দিনাজপুরের হাজী মহিউদ্দিন পায়ে হেঁটে হজ পালন করেছেন
** কাবার মেহমান হজযাত্রীদের সঙ্গে প্রতারণা নয়
** কবুল হজ নসীবের আমল ও শর্তাবলী
** হজের সময় থাকবে তীব্র গরম আবহাওয়া
** জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে তোলা হয় ১৯ লিটার পানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।