ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজের সময় মক্কার ৩৩ হাজার দোকানে চলবে নজরদারি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
হজের সময় মক্কার ৩৩ হাজার দোকানে চলবে নজরদারি

আসন্ন হজের সময় হজযাত্রীদের নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করার লক্ষে মক্কা শরিফের ৩৩ হাজার দোকানে চলবে নজরদারি। বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের খাদ্য ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রয়কারী এসব দোকান-রেষ্টুরেন্টকে নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মক্কা পৌরসভা কর্তৃপক্ষ।

 

গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মক্কায় আগত হাজি ও দর্শনার্থীরা হজের ব্যস্ত সময়েও নিরাপদ খাবার পাবেন।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী মক্কা পৌরসভার বিভিন্ন মার্কেট, ফুড স্টোর ও রেষ্টুরেন্ট হজের সময় নানাভাবে হয়রানি করে থাকে হজযাত্রীদের। এমনকি মানহীন, বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির কথাও শোনা যায়। অসৎ ব্যবসায়ীদের এমন অপতৎপরতা বন্ধ করতেই এমন তদারকির করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ লক্ষ্য গঠিত হয়েছে একাধিক কমিটি। এসব কমিটি সঠিকভাবে খাবার উৎপাদন, বিতরণ, পুষ্টি মান নিশ্চিতকরণ, খাদ্য বিষক্রিয়া রোধ, খাদ্যের দাম সহনীয় রাখা, পানি বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে। কোনো অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

হজ মৌসুমে দোকানে নজরদারি প্রসঙ্গে মক্কার পরিবেশ ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ হাশেম ফাতাই বলেন, কমিটিগুলো সৌদি আরবে আসা দর্শনার্থী ও হাজিদের সর্বোচ্চ সেবা প্রদান করবে। এই কাজের মাধ্যমে মক্কায় স্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্য বজায় থাকবে।

তিনি আরও বলেন, মক্কার সুপার মার্কেট, রেষ্টুরেন্ট ও বেকারিসহ অন্যান্য খাদ্যের প্রায় ৩৩ হাজার দোকান রয়েছে। এ বছর চাহিদা মোতাবেক ২ হাজার মৌসুমি দোকানের অনুমোদন দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তা বজায় রেখে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। আমরা চাই আল্লাহর ঘরের মেহমানরা পূর্ণ স্বস্তির সঙ্গে হজ পালন করুন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমএইউ/
আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
**
প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে
** নবীর কদম মোবারকের স্পর্শে ধন্য মদিনার মাটিতে রয়েছে অজস্র বরকত
‍** হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি
** সাম্যবাদের কথাকে মনে করিয়ে দেয় হজ
** পবিত্র হজ হোক সেলফিমুক্ত
** চীন থেকে সাইকেল চালিয়ে হজে
** দিনাজপুরের হাজী মহিউদ্দিন পায়ে হেঁটে হজ পালন করেছেন
** কাবার মেহমান হজযাত্রীদের সঙ্গে প্রতারণা নয়
** কবুল হজ নসীবের আমল ও শর্তাবলী
** হজের সময় থাকবে তীব্র গরম আবহাওয়া
** জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে তোলা হয় ১৯ লিটার পানি
** কাবা শরিফ দেখলেই হজ ফরয হয় না
** হজের সফরে মৃত্যুও সৌভাগ্যের!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।