ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ভারতে ইসলামিক ব্যাংকিং চালু করতে রিজার্ভ ব্যাংকের প্রস্তাব

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ভারতে ইসলামিক ব্যাংকিং চালু করতে রিজার্ভ ব্যাংকের প্রস্তাব রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সবার জন্য ব্যাংকিং পরিষেবা। নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে এটাই তাদের ঘোষিত লক্ষ্য।

অথচ দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় ১৮ কোটি মুসলমানের সামনে এখনও বন্ধ ইসলামি ব্যাংকিংয়ের দরজা।

এর ফলে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে ধর্মীয় কারণে যারা পছন্দ করেন না, ওই সব মুসলমানরা এখনও রয়েছেন ব্যাংকিং সুবিধার বাইরে। একটু দেরিতে হলেও ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় সেই সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। প্রথমবারের মতো কেন্দ্রের সঙ্গে কথাবার্তা শুরুর প্রস্তাব দিলো- ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ’

গত সপ্তাহে প্রকাশিত বার্ষিক রিপোর্টে তা উল্লেখ করেছে তারা। ওই রিপোর্টে পরামর্শ দিয়ে গেছেন সদ্য সাবেক হওয়া গভর্নর রঘুরাম রাজন। উত্তরসূরির পরামর্শ নতুন গভর্নর উরজিত পাটেল গুরুত্বসহকারে বিবেচনায় নিয়েছেন। এ কারণে মনে করা হচ্ছে, ভারতে দ্রুতই চালু হতে যাচ্ছে ইসলামি ব্যাংকিং। আর এটি চালুর ব্যাপারে বড় একটি ভূমিকা থাকবে বর্তমান গভর্নরের।

রোববার (০৫ সেপ্টেম্বর) ব্যাংকের ২৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন উরজিত পাটেল।

এর আগে বেশ কয়েকজন উদ্যোক্তা মুসলমানদের জন্য ইসলামি ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চেয়েছিল ইনভেস্টমেন্ট ফান্ড বা সমবায়ের মাধ্যমে। কিন্তু নানা কারণে তা আর আলোর মুখ দেখেনি। কিন্তু এবার মত বদলে সরাসরি ইসলামি ব্যাংকিং শুরুর প্রস্তাবই দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্টে।

আরবিআই জানিয়েছে, সুদ এড়িয়ে কোন কোন পরিষেবা দেওয়া যায়, তা নিয়েই সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা। এ ক্ষেত্রে অন্য পথে হাঁটতে গেলে সংসদে পাশ করাতে হবে নতুন আইন, যা কেন্দ্রের সাহায্য ছাড়া অসম্ভব।

২০১৫ সালেও এ ব্যাপারে শীর্ষ ব্যাংক একটি কমিটি করেছিল। যারা সুদহীন ইসলামি ব্যাংকিং চালুর প্রস্তাব দিয়েছিলো। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক বাধায় তা এগোয়নি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।