ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আসছে হিজাব ইমোজি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আসছে হিজাব ইমোজি রৌফ আল হুমেদি

১৫ বছর বয়সী এক সৌদি কিশোরী ‘হিজাব ইমোজি’ তৈরির প্রস্তাব এনেছেন। জার্মানীতে বাসরত রৌফ আল হুমেদি (Rayouf Alhumedhi) নামের ওই কিশোরী তার প্রস্তাবটি ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠিয়েছেন।

ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক কর্পোরেশন যারা নতুন ইমোজি তৈরির অনুমোদন দিয়ে থাকে।

স্কুলছাত্রী রৌফের এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছেন অনলাইন কথোপকথন ফোরাম রেড্ডিট এর সহ প্রতিষ্ঠাতা এলেক্সিস অহানিয়া।

ইউনিকোড কনসোর্টিয়াম জানিয়েছে, তারা প্রস্তাবনাটি সক্রিয় বিবেচনায় রেখেছে। রৌফের প্রস্তাবনা অনুমোদন পেলে ২০১৭ সালে পাওয়া যাবে এই নতুন ধরনের ইমোজি।

প্রস্তাবনায় রৌফ উল্লেখ করেছেন, ‘প্রায় ৫৫০ মিলিয়ন মুসলিম নারী হিজাব পরে থাকেন। কিন্তু এই ‘বিপুল সংখ্যক মানুষ’-এর জন্য কি-বোর্ডে কোনো একক স্পেস নেই’?

হোয়াটসঅ্যাপে এক বন্ধুর সঙ্গে চ্যাটের সময় নিজেকে উপস্থাপনের উপযুক্ত ইমোজি না পেয়ে ‘হিজাব ইমোজি’-এর ধারণা মাথায় আসে রৌফের।

 এ বিষয়ে তিনি কিছু গবেষণা করেন এবং ইউনিকোডে যে কেউ ইমোজির ধারণা জমা দিতে পারেন বলে জেনে সংস্থাটিকে একটি মেইল করে প্রস্তাবটি রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।