ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রাশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
রাশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাশিয়ায় ১৭তম মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আয়োজক রাশিয়ার মুফতি কাউন্সিল।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। এবার ৩৪টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এটি শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

রাশিয়ার মুফতি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শেখ রাভিল যাইনুদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে মস্কোর গভর্নর, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে দেড় লাখ রুবল, ক্রেস্ট ও সনদ লাভ করবেন। অন্য প্রতিযোগীদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

ইসলাম ধর্ম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আর রাশিয়ার মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও লক্ষণীয়। দেশটির মোট জনসংখ্যার শতকরা ৮ ভাগ মুসলমান।

২০১২ সালে রাশিয়ার মুফতি কাউন্সিলের প্রধান মুফতি শেখ রাভিল যাইনুদ্দিন সেদেশে আড়াই কোটি মুসলমান রয়েছে বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।