ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ওয়াশিংটনে প্রথম কোরআন প্রদর্শনী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ওয়াশিংটনে প্রথম কোরআন প্রদর্শনী ছবি: সংগৃহীত

‘দি আর্ট অব দি কোরআন’ নামে বিশাল এক কোরআন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। দ্য স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে কোরআন প্রদর্শনীটি আগামী ১৫ অক্টোবর শুরু হবে।

চলবে টানা চারমাস। শেষ হবে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি।

কোরআন প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হলো- তুরস্কের ইসলামিক আর্ট মিউজিয়ামের অনন্য সংগ্রহ ৪৮টি হস্তলিখিত কোরআনের পাণ্ডুলিপি।

এ ছাড়া ইরান, আফগানিস্তান ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সপ্তম ও অষ্টম শতাব্দীতে পাওয়া প্রাচীন কোরআন প্রদর্শিত হবে। থাকবে হাজার বছরের পুরোনো কোরআন শরিফের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক পাণ্ডুলিপি ও ক্যালিওগ্রাফি।

ব্যাপক আকারে ওয়াশিংটন ডিসিতে এমন আয়োজন এটাই প্রথম। ফলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত এ প্রদর্শনী নিয়ে মুসলিম সমাজে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

প্রদর্শনীর অন্যতম আয়োজক মাসুমা ফারহাদ প্রদর্শনীকে ‘কোরআনের গুরুত্বের ওপর ফোকাস করার একটা সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। ’

প্রদর্শনীতে প্রাচীন কোরআন ছাড়াও কিভাবে কোরআন লিপিবদ্ধ হয়, কোরআন সংরক্ষণের ইতিহাস, ইসলামের ঐতিহ্য ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ থাকবে। চলবে বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।