ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজ পালন

দেশে ফিরেছেন ৪১ হাজার হাজি, ৭১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
 দেশে ফিরেছেন ৪১ হাজার হাজি, ৭১ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে এসেছেন ৪০ হাজার ৯৫৪ জন হাজি। বাংলাদেশ বিমানের ৪৮ এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭০ সহ মোট ১১৮ ফিরতি ফ্লাইটে এসব হাজিরা দেশে ফেরেন বুধবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত ।

হজ পালন করতে গিয়ে শেষ তথ্য (২৯ সেপ্টেম্বর-বৃহস্পতিবার) পাওয়া পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ৭১ জন হাজি।
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হজ তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। হজ পোর্টালেও এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।
 
হজ পোর্টালে বলা হয়, ব্যবস্থাপনা সদস্যসহ দেশে ফিরেছে সর্বমোট ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজযাত্রী।

বুধবার গভীর রাত পর্যন্ত দেশে ফিরে এসেছেন ৪০ হাজার ৯৫৪ জন হাজি। মারা গেছেন ৫৪ পুরুষ এবং ১৭ জন মহিলা। যেসব হাজিরা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৫৫, মদিনায় ১০, জেদ্দায় ১ এবং মিনায় ৫ জন।
 
সাধারণ চিকিৎসায় সুস্থ করা হয়েছে অসুস্থ হয়ে পড়া হাজিদের। আর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়েছে এবং হচ্ছে ২৩ জন হাজিকে।
 
সর্বশেষ বুধবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র মক্কা-আল মোকাররমায় মারা গেছেন গাজীপুর জেলার হাফিজুর রহমান (৬০) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসএমএ/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।