ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নিউইয়র্কের ওজন পার্কে বায়তুন নূর মসজিদ উদ্বোধন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
নিউইয়র্কের ওজন পার্কে বায়তুন নূর মসজিদ উদ্বোধন ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ওজন পার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বহু প্রতীক্ষিত বায়তুন নূর মসজিদ এন্ড ইসলামিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (০২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়।

মাগরিবের নামাজের ইমামতি  করেন আন নূর কালচারাল সেন্টার জ্যাকসন হাইটসের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল নুরি।

বায়তুন নূর মসজিদ এন্ড ইসলামিক সেন্টারটি ৮৮-৯১ লিবার্টি এভিনিউ, ওজন পার্ক, নিউইয়র্কে অবস্থিত।

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের শীর্ষস্থানীয় আলেম, সংগঠক, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও মসজিদের উদ্যোক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক জোনের প্রেসিডেন্ট আহমদ আবু উবায়দা। মসজিদের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ।

নতুন এ মসজিদে একসঙ্গে প্রায় সাড়ে তিনশ’ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের মহিলাদের নামাজেরও ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।