ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

দুবাই কোরআন প্রতিযোগিতায় ১০ বছরের বাংলাদেশি রাফিয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
দুবাই কোরআন প্রতিযোগিতায় ১০ বছরের বাংলাদেশি রাফিয়া হাফেজ রাফিয়া হাসান জিনাত

দুবাই বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ১০ বছর বয়সী কিশোরী হাফেজ রাফিয়া হাসান জিনাত দুবাই গেছেন।

পবিত্র কোরআনের হাফেজ কিশোরী রাফিয়া সংযুক্ত আরব আমিরাতের ১৯তম ‘ফাতেমা বিনতে মোবারক’ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

 

চলতি বছরের আগস্ট মাসে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নেওয়া শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ রাফিয়া দুবাই যাওয়ার টিকিট লাভ করেন।

পিরোজপুরের কিশোরী হাফেজ রাফিয়ার বাবার নাম মো. নাজমুল হাসান। রাফিয়া হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীর হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্রী।

এর আগে রাফিয়া ২০১৩ সালে জর্ডানে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

শুধুমাত্র মেয়েদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় মোট ৮৩টি দেশ অংশ নেবে।

প্রতিযোগিতাটি রোববার (৬ নভেম্বর) শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে।

হাফেজ রাফিয়া হাসান জিনাত দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।