ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

তানজানিয়ার কোরআন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
তানজানিয়ার কোরআন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া ছবি: সংগৃহীত

জানজিবার শহরে প্রথমবারের মতো তানজানিয়ার কোরআন হেফজ প্রশিক্ষণ এসোসিয়েশনের সহযোগিতায় কোরআন হেফজ ওয়ার্ল্ড এসোসিয়েশনের আয়োজনে নারী ও পুরুষ নিয়ে আলাদা আলাদা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

তানজানিয়া ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার একটি প্রজাতন্ত্র। জাতিগত বৈচিত্রে সমৃদ্ধ এই দেশটিতে প্রায় ১০০টির মতো ভিন্ন ভাষা প্রচলিত।

দারুসসালাম দেশের বৃহত্তম শহর ও প্রশাসনিক রাজধানী।

দেশটির আইন প্রণয়ন কেন্দ্র বর্তমানে ছোট শহর দোদোমাতে অবস্থিত। দোদোমাকে ভবিষ্যতে দেশের রাজধানী করার পরিকল্পনা রয়েছে। তানজানিয়ার অন্যতম শহরের নাম ‘জানজিবার। ’

সেই জানজিবার শহরে প্রথমবারের মতো তানজানিয়ার কোরআন হেফজ প্রশিক্ষণ এসোসিয়েশনের সহযোগিতায় কোরআন হেফজ ওয়ার্ল্ড এসোসিয়েশনের আয়োজনে নারী ও পুরুষ নিয়ে আলাদা আলাদা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রতিযোগিতায় ৯৮ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটি ৭টি গ্রুপে বিভক্ত ছিল। সম্পূর্ণ কোরআন হেফজ, ২৫ পারা কোরআন হেফজ, ২০ পারা কোরআন হেফজ, ১৫ পারা কোরআন হেফজ, ১০ পারা কোরআন হেফজ, ৫ পারা কোরআন হেফজ এবং ৩ পারা কোরআন হেফজ।  

প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিভিন্ন দেশের বিখ্যাত ৬জন কারি।  

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তানজানিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আজুমা হাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

সমাপনী অনুষ্ঠানে দেশটির জাতীয় সংসদের সদস্য, কোরআন হেফজ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আবদুল ওয়াহাব আল সারারিয়া এবং প্রচুর নেতৃস্থানীয় আলেম উপস্থিত ছিলেন।  

কোরআন হেফজ প্রতিযোগিতার প্রতি সাধারণ মানুষের প্রচুর আগ্রহের প্রেক্ষিতে প্রতিবছর এমন আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএইউ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।