ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

ইসলাম

ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলন শুক্রবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলন শুক্রবার ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলন শুক্রবার

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে শুক্রবার (২৭ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলন। উপমহাদেশের বিখ্যাত কারি হজরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হবে এর ১৭তম আসর।

ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলনে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন মিসরের শায়খ মুহাম্মদ আহমেদ বাসুরি, শায়খ মুহাম্মদ আল মুরিজি, শায়খ মুহাম্মদ আল হোসাইনি ইতা, বাংলাদেশের শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, মরক্কোর ড. আবদুল ফাত্তাহ আল ফুরাইসি, ইরানের কারি জাফর ফরিদি, মালয়েশিয়ার কারি আনওয়ার বিন হোসাইন ও ভারতের কারি মাওলানা তৈয়ব জামালসহ দেশ-বিদেশে নামকরা কারিরা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মহি‍লা নামাজ কক্ষে ঢাকা আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশগ্রহণ করা মহিলাদের কেরাত শোনার বিশেষ ব্যবস্থা থাকবে।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সূফি মোহাম্মদ মিজানুর রহমান।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।