ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মহানবী বলেছেন— যার দু’টি দিন সমান গেলো, সে ক্ষতিগ্রস্ত হলো

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
মহানবী বলেছেন— যার দু’টি দিন সমান গেলো, সে ক্ষতিগ্রস্ত হলো নবীর বাণী, কাজ-কর্ম, চরিত্রের বর্ণনা, নবীর সমর্থন এবং আদেশ-নিষেধের বর্ণনাকে হাদিস বলে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেক বড় বড় গ্রন্থ রয়েছে। নবীর বাণী, কাজ-কর্ম, চরিত্রের বর্ণনা, নবীর সমর্থন এবং আদেশ-নিষেধের বর্ণনাকে হাদিস বলে।

মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো- ইসলামকে জানার জন্যে আল্লাহর বাণী কোরআনে কারিমের পাশাপাশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। এখানে জীবনাচার সম্পৃক্ত কিছু হাদিসের বাণী সংকলন করা হলো-

জ্ঞানার্জন
০১. রাতে ঘন্টাখানেক জ্ঞানচর্চা করা সারারাত জেগে (ইবাদতে মশগুল) থাকার চেয়ে উত্তম।

-দারেমি

০২. যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। -তিরমিজি

০৩. আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো- অতঃপর তা ছড়িয়ে দিলো। -বায়হাকি

শ্রেষ্ঠ আমল
০১.
শ্রেষ্ঠ আমল হলো- আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। -আবু দাউদ

সুধারণা-কুধারণা
০১.
সুধারণা করা একটি ইবাদত। -আহমদ

০২. অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো- বড় মিথ্যা কথা। -সহিহ বোখারি

অত্যাচার
০১.
অত্যাচার করা থেকে বিরত থাকা। কেননা, কিয়ামতের দিন অত্যাচার অন্ধকারের রূপ নেবে। -সহিহ মুসলিম

০২. অত্যাচারিতের ফরিয়াদ বা আর্তনাদ থেকে নিজেকে আত্মরক্ষা করো। -সহিহ বোখারি

ভ্রাতৃত্ব
০১. মুমিন মুমিনের ভাই। -মিশকাত

০২. মুসলমান মুসলমানের ভাই। -সহিহ বোখারি

বর্ণিত এই দুই হাদিসে ঈমান এবং ইসলামকে ভ্রাতৃত্বের ভিত্তি বলে উল্লেখ করা হয়েছে।  

ভ্রাতৃত্বের দায়িত্ব
০১.
মুমিন মুমিনের আয়না। -মিশকাত

এ হাদিসের শিক্ষা হলো- আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।

০২. মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি অত্যাচার করে না এবং তাকে অপমানিতও করে না। -সহিহ মুসলিম

০৩. মুমিন মুমিনের সঙ্গে প্রাচীরের গাঁথুনির মতো মজবুত সম্পর্ক রাখে। -সহিহ বোখারি

০৪. মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। -মিশকাত

বিনয়
০১ .
যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহতায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন। -মিশকাত

বিশ্বাস ভঙ্গ করা
০১.
যে তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না। -তিরমিজি
শেষ নবী হজরত রাসূলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ
আনুগত্য ও নেতৃত্ব
০১.
যে নেতার আনুগত্য করলো- সে আমারই আনুগত্য করলো। -সহিহ বোখারি

০২. যে নেতার অবাধ্য হলো- সে আমার অবাধ্য হলো। -সহিহ বোখারি

০৩. যে আল্লাহর অবাধ্য হয়, তার আনুগত্য করা যাবে না। -কানজুল উম্মাল

০৪. কারও এমন হুকুম মানা যাবে না, যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। -সহিহ মুসলিম

০৫. যে নেতা হয়, তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। -কানজুল উম্মাল 

ভালো ব্যবহার
০১.
যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেনো উত্তম কথা বলে। - সহিহ বোখারি

০২. তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান। -তিরমিজি

০৩. যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। - আবু দাউদ
 
প্রফুল্লতা
০১.
মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ। -মিশকাত

ক্ষতিগ্রস্ত লোক
০১.
যার দু’টি দিন সমান গেলো- সে ক্ষতিগ্রস্ত হলো। -দায়লামি

এ হাদিসের মর্ম হলো- যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত কতে পারে না, কিছু‌টা এগিয়ে নিতে পারে না, সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে।

ভালো মানুষ
০১.
তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। -ইবনে মাজাহ
 
ভালো কাজ
০১.
প্রতিটি ভালো কাজ একটি দান। -সহিহ বোখারি

০২. উত্তম লোক সে, যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। -তিরমিজি
 
প্রতারণা ও হিংসা-বিদ্বেষ
০১.
যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয়। -সহিহ মুসলিম

০২. সাবধান! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। -আবু দাউদ

০৩. তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। -সহিহ মুসলিম

জনসেবা
০১.
রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। -সহিহ বোখারি

০২. আল্লাহ সব কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর নির্দেশ দিয়েছেন। - সহিহ মুসলিম

০৩. আল্লাহ ততোক্ষণ বান্দার সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। -সহিহ মুসলিম

০৪. যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। -সহিহ বোখারি

০৫. তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। -তিরমিজি
 
তওবা
০১.
বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। -সহিহ বোখারি

তওবা মানে ফিরে আসা। তওবা করার অর্থ হলো- অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সে জন্যে অনুশোচনা করা ও তা থেকে, ফিরে আসা এবং এমন কাজ আর কখনও না করার সিদ্ধান্ত নেওয়া।

০২. সব আদম সন্তানই ভুল করে। তবে এদের মধ্যে উত্তম হলো- তারা যারা ভুলের জন্যে তওবা করে। -তিরমিজি

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।