ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু (বাংলানিউজ ফাইল ফটো)

ঢাকা: ২০১৭ সালের জন্য বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসরকারি হজযাত্রী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।

এ বছর এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন হজের জন্য বেসরকারিভাবে নিবন্ধিত হতে পারবেন। ১ হাজার ১১৮টি হজ এজেন্সি এ লক্ষ্যে কাজ করছে।

প্রতিটি এজেন্সি সর্বোচ্চ ১৫০ জনকে নিবন্ধিত করতে পারবে।
 
অন্যদিকে, গত ২০ জানুয়ারি থেকে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বছর মোট ১০ হাজার হজযাত্রী সরকারিভাবে নিবন্ধিত হতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।