ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মুসলমানদের সহায়তায় ইহুদিদের কবরস্থান সংস্কার হচ্ছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
মুসলমানদের সহায়তায় ইহুদিদের কবরস্থান সংস্কার হচ্ছে মুসলমানদের সহায়তায় ইহুদিদের কবরস্থান সংস্কার হচ্ছে

আমেরিকার আলোচিত ও বিখ্যাত সেন্ট লুইসের মিশৌরি চেসড শেল ইমেথ নামের ইহুদি কবরস্থানটি সংস্কার ও পূনরায় গড়ে তোলার জন্য এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিমরা। 

সম্প্রতি ইহুদিদের এ কবরস্থানের শতাধিক কবর ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। এর আগেও ইহুদি কমিউনিটিকে ঘৃণা প্রকাশ করে ১১ বার হুমকি দেওয়া হয়েছে বলে নর্থ আমেরিকার জেসিসি অ্যাসোসিয়েশন জানিয়েছে।

এ বিষয়ে ইহুদিদের সহায়তায় স্থানীয় রাজনীতিবিদ লিন্ডা সারসৌর ও মুসলিম নেতা তারেক এল মেসিদি আনুষ্ঠানিকভাবে ইহুদি কবরস্থান মেরামতের প্রচারণা কার্যক্রম শুরু করে।

কার্যক্রম চলাকালে তারা বলেন, ইহুদি কমিউনিটির প্রতি ঘৃণাকে কেন্দ্র করে বোমা হামলার হুমকি ও কবরস্থান ভাঙার মতো কাজ করা হয়েছে। যা গ্রহণযোগ্য আচরণ নয়।  

তারা আরও বলেন, ‘আমেরিকান ইহুদিদের সঙ্গে আমরা আমেরিকার মুসলিমরা জোটবদ্ধ হয়ে একাত্মতা প্রকাশ করছি। আমরা এই অবমাননার সঠিক বিচার ও দোষীদের শাস্তির দাবী জানাই। সেন্ট লুইসের সংস্কারের জন্যে যতটা সম্ভব আমরা কাজ করবো। ’

প্রচারণ শুরুর ২ দিনে ১৪ শ’ জনের কাছ থেকে ৪০ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে। আরও ২০ হাজার ডলার সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানায় মুসলিম জোটটি।

-ইলমফিড.কম অবলম্বনে 

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।