ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কেরাত প্রতিযোগিতায় কাতার যাচ্ছেন চার বাংলাদেশি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কেরাত প্রতিযোগিতায় কাতার যাচ্ছেন চার বাংলাদেশি কেরাত প্রতিযোগিতায় কাতার যাচ্ছেন চার বাংলাদেশি

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল জীম টিভির (jeem tv) অায়োজনে শুরু হতে যাওয়া রিয়েলিটি শো’তে অংশ নিতে কাতার যাচ্ছেন বাংলাদেশের চার কিশোর প্রতিযোগী।

কাতারে ছোটদের কাছে ব্যাপক জনপ্রিয় জীম টিভির এই কেরাত প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৫১ জন প্রতিযোগী অংশ নেবেন। তন্মধ্যে বাংলাদেশের প্রতিনিধি ৪ জন।

এসব প্রতিযোগীদের অনলাইনের মাধ্যমে বাছাই করা হয়েছে।  

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিরা মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন। ০১ মার্চ (বুধবার) প্রতিযোগিতা শুরু হয়ে চলবে টানা ছয়দিন। ০৬ মার্চ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি আগামী রমজান মাসে জীম টিভি সম্প্রচার করবে।  

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীর বয়স ১০ বছর।  

বাংলাদেশ থেকে নির্বাচিতরা হলেন, যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মুহা. মাহমুদুল হাসান (মুন্সিগঞ্জ), যাত্রাবাড়ী তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার হাফেজ মুহা. ওসামা বিন নজরুল (ঢাকা), ওয়ারী সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী হাফেজ তাফরিহা বিনতে তাবারক (বরিশাল) এবং তানজিমুল উম্মাহ মাদরাসার ছাত্র ইয়াকুব হোসাইন তাজ (চাঁদপুর)।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।