ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সাত শ’ বছরের পুরনো মসজিদ বিবি হেবাত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
সাত শ’ বছরের পুরনো মসজিদ বিবি হেবাত দৃষ্টিনন্দন বিবি হেবাত মসজিদের বর্তমান ভবনটি তৈরি করা হয় ২০ শতকের শেষের দিকে- ছবি: সংগৃহীত

ইউরেশিয়ান দেশ আজারবাইজান। ককেশাস অঞ্চলে স্বাধীন হওয়া ছয়টি তুর্কি রাষ্ট্রের মধ্যে আজারবাইজান একটি। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মধ্যবর্তী স্থানে এর অবস্থান।

সম্প্রতি পরিচালিত গ্যালপ জরিপে দেখা গেছে, বিশ্বের মধ্যে কম ধর্মপালনকারী দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান ওপরের দিকে। ৫০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে তাদের জীবনে ধর্মে গুরুত্ব খুবই কম অথবা একেবারেই নেই।

তবে দেশটির ৯৩ শতাংশ মুসলমান, যাদের বেশির ভাগই শিয়া এবং তাদের অনেকেই ধর্ম পালন করেন না। এ ছাড়া দেশটিতে আদিবাসীদের মধ্যে অনেক ধর্মের প্রচলন রয়েছে।

আজারবাইজানে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ রয়েছে। এসব মসজিদের অন্যতম হলো- ঐতিহাসিক বিবি হেবাত মসজিদ। এটি আজারবাইজানের একটি বিখ্যাত মসজিদ। দৃষ্টিনন্দন বিবি হেবাত মসজিদের অবস্থান রাজধানী বাকুতে। বর্তমান মসজিদ ভবনটি তৈরি করা হয় ২০ শতকের শেষের দিকে।  

মনোরম এই মসজিদ ভবনটি তৈরি করা হয় প্রাচীন শিরবান ও ইসলামি স্থাপত্যশৈলীতে। ভবনটি নতুন হলে কী হবে, মসজিদের ইতিহাস প্রায় সাত শ’ বছরের। মসজিদে রয়েছে তিনটি গম্বুজ আর দু’টি মিনার।

বিবি-হেবাত মসজিদ প্রথম প্রতিষ্ঠিত হয় ১৩ শতকে। এটি নির্মাণ করেন দ্বিতীয় শিরবানশাহ ইবনে দ্বিতীয় আশিতাসশাহ।

তৎকালীন মস্কো সরকারের ধর্মবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯৩৬ সালে মসজিদটি ধ্বংস করা হয়। এ সময় আজারবাইজান ছিল সোভিয়েত ইউনিয়নের একটি অঙ্গরাজ্য।

 ১৯৯০-এর দশকের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আজারবাইজান স্বাধীনতা অর্জন করে। ১৯৯৪ সালে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ একই জায়গায় বিবি হেবাত মসজিদের জন্য একটি নতুন ভবন নির্মাণের আদেশ দেন।  

১৯৯৭ সালে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয় এবং মসজিদটি নতুন করে প্রতিষ্ঠা পায়। নতুন ভবন নির্মাণে মসজিদটির প্রাচীন ভবনের স্থাপত্যশৈলী অনুসরণের চেষ্টা করা হয়।

প্রতিদিন প্রচুর দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০১,  ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।