ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মরক্কোতে শুরু হচ্ছে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
মরক্কোতে শুরু হচ্ছে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক পাঁচ প্রকার ইসলামি ব্যাংকিং পদ্ধতির অনুমোদন দিয়েছে

মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক পাঁচ প্রকার ইসলামি ব্যাংকিং পদ্ধতির অনুমোদন দিয়েছে। আর্থিক তারল্যের অভাব এবং বিদেশি বিনিয়োগের অভাবের কারণেই এমন সিদ্ধান্তে আসতে বাধ্য হলো- উত্তর আফ্রিকার এ দেশটি। 

অথচ দীর্ঘদিন ইসলামি ধ্যান-ধারণা জেগে ওঠার ভয়ে সে দেশে ইসলামি ব্যাংক ব্যবস্থা নিষিদ্ধ ছিল।

মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক ব্যবস্থা তদারকি করার জন্য একটি শরীয়াহ বোর্ড নির্ধারণ করেছে।

শরীয়াহ আইনের পাঁচটি পদ্ধতিতে এ ব্যাংক ব্যবস্থা পরিচালিত হবে।

পদ্ধতিগুলো হচ্ছে- মুরাবাহা, মুশারাকা, ইজারা, মুদারাবা এবং বাইয়ে সালাম।

ইসলামি শরীয়াহ আইন অনুযায়ী ব্যাংক ব্যবস্থা খোলার জন্য মরক্কো সরকার বিনিয়োগকারীদের এর মধ্যেই আহ্বান করেছে।  

ধারণা করা হচ্ছে, এ বছরের মাঝামাঝি সময় নাগাদ এরকম একটি ব্যাংক ব্যবস্থা চালু করতে পারবে দেশটি।  

-ওয়ার্ল্ড ফাইনান্স অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।