ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

তুরস্ক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মাহমুদুল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
তুরস্ক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারী

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ৫ম আন্তর্জাতিক হিফজুল কোরআন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারী।

রোববার (১২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র মাহমুদুল হাসান পাটোয়ারী তুরস্ক যাওয়ার টিকিট লাভ করেন।

১৯ বছর বয়সী এই হাফেজে কোরআন চাঁদপুর জেলার কচুয়ার সন্তান।

 

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১৮ মে।  
হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম
দশ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় বিশ্বের ৬০টি দেশে প্রতিনিধিরা অংশ নেবেন।

২৮ মে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।  

উল্লেখ্য যে, বিশ্ব কোরআন সংস্থার জরিপ অনুসারে সবচেয়ে বেশিদিন কোরআনের খেদমতকারী ও বেশি সংখক হাফেজে কোরআনের উস্তাদ হিসেবে স্বীকৃত আলহাজ হাফেজ ফয়জুর রহমান (রহ.) এর নামে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসাটি প্রতিষ্ঠা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।  

এই প্রতিষ্ঠানের হাফেজ শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।