ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হাটহাজারী বুড়িশ্চর দক্ষিণপাড়া জামে মসজিদের সম্প্রসারণ কাজ শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
হাটহাজারী বুড়িশ্চর দক্ষিণপাড়া জামে মসজিদের সম্প্রসারণ কাজ শুরু মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম

সোমবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর চট্টগ্রাম হাটহাজারী দক্ষিণ বুড়িশ্চর দক্ষিণপাড়া জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।  

এ সময় ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম, বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ বখতেয়ার, ইউপি সদস্য মুহাম্মদ সেলিম, হাজী আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাছের, হাজী মুহাম্মদ ফারুক মিয়া বাবুল, মুহাম্মদ এনাম, হাজী মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ এম এ ফয়েজ, মুহাম্মদ বেলাল উদ্দিন বিজয়, মুহাম্মদ রফিক, মুহাম্মদ  আজাদ আলম, মুহাম্মদ  ইউনুছ, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ এরশাদ আলম ও মুহাম্মদ হারুনসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।